রাকিব এখন স্বর্নালী দিনের প্রতিক্ষায়

মোঃ রাকিব হোসেন। সংসারে ১ ভাই ১ বোন ও বাবা মা সহ ৪ জন। বোনটি প্রথম শ্রেনীতে পড়াশোনা করে। বাবার মাসিক আয় কম হওয়ায় তাদের সংসার ভাল চলেনা। কিন্তু অল্প আয়ের মধ্যে থেকে তার বাবা-মা তাকে যথেষ্ট সহযোগিতা করেন। ২০১৩ সালের জানুয়ারী মাসে সে মানব মুক্তি একাডেমিতে ভর্তি হয়। সে প্রথম থেকেই মোটামুটি ভাল ছাত্র ছিল। ১ম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সে নিয়মিত ছাত্র। প্রতিদিন সে নিয়মিত ক্লাশ করতো। কোন কারণবশত ছুটি প্রয়োজন হলে রাকিবের মা বিদ্যালয়ে এসে শিক্ষকের নিকট হতে ছুটি নিয়ে যেত। ক্লাসে সে ভদ্র ও নিয়মিত লেখা পড়া করত।

বিদ্যালয়ে আসার সময় পরিস্কার পরিচ্ছনড়ব ভাবে আসত। তার আচার-আচরণ সকলকে মুগ্ধ করত। কোনদিনও সহপাঠী এবং শিক্ষকদের সাথে কোন খারাপ আচরণ এবং বেয়াদবী করতো না। যখন সে মানব মুক্তি একাডেমিতে ভর্তি হয় তখন তার ক্লাস রোল নং ছিল ৩০। পরে তৃতীয় শ্রেণী হতে শুরু করে সকল শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। এভাবে তার নিজের প্রচেষ্টায় এবং বাবা-মায়ের সহযোগিতায় ২০১৬ সালে সে সমাপনী পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। তার ভাল ফলাফলের জন্য মানব মুক্তি একাডেমি হতে তাকে পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল উপহার দিয়েছে। সে বর্তমানে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। তার মনে অনেক স্বপ্ন। সে স্বপ্ন দেখে, একদিন সে অনেক বড় হবে। মানুষের মত মানুষ হয়ে বাবা-মায়ের অভাব অনটন দুর করবে, তাদের মুখে হাসি ফোটাবে।

×